নবাবগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ

152

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ৭৮নং ছাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। ভূমি রাজস্ব তহবিল থেকে আগলা ইউনিয়ন পরিষদ (ইউপি) এতে অর্থায়ন করে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ১০৫ শিক্ষার্থীর হাতে ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাজাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজহারুল হক, বিদ্যালয়ের পিটিএ সভাপতি সাইদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল আলীম প্রমুখ।

আপনার মতামত দিন