সিটি নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিকভাবে হারিয়ে যাবেন: নবাবগঞ্জে শাহজাহান খান

245

সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে রাজনৈতিকভাবে বাঁচতে পারবেন- নইলে বাংলাদেশের রাজনীতি থেকে আপনি ও বিএনপি হারিয়ে যাবে। বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালোদা জিয়াকে উদ্দেশ্য করে এসব কথা বলেন নৌপরিবহণমন্ত্রী শাহজাহান খান।

মন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত পেট্রলবোমা মেরে যেভাবে দেশের নারী-পুরুষ এমনকি শিশুদের নির্বিচারে হত্যা করছে, তাতে ওরা এ পাপ থেকে রেহাই পাবে না। আর তাদের নেত্রী খালেদা জিয়ার বিচারও এ দেশের মাটিতে হবে।”

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মন্ত্রী।

এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কুচকাওয়াজ, শরীরিক কসরত প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত দিন