নবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

227

আসিফ শেখ, নিউজ ৩৯ ♦ ৭ এপ্রিল রোববার, বিশ্ব স্বাস্থ্য দিবসটি সামনে রেখে পুরো বাংলাদেশের সাথে নবাবগঞ্জ উপজেলায়ও দিবসটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়, “রক্তচাপ নিয়ন্ত্রেণে যার, নিরাপদ জীবন তার”। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে বাংলাদেশে বর্তমানে ১ কোটি ২০ লাখ মানুষ উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছেন। এ ঝুঁকিপূর্ণ অবস্থা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই বিদ্যমান। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ হাইপারটেনশন জনিত রোগে মারা যায়। এ অঞ্চলে প্রতি ৩ জনে ১ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত হয় এবং প্রতি ১০ জনে ১ জন মারা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ২০১০ সালে বাংলাদেশে পরিচালিত এক জরিপে দেখা যায়, গ্রামের চেয়ে শহর এলাকার জনসংখ্যার মধ্যে উচ্চ রক্তচাপ জনিত রোগের হার বেশি। আবার নারীর চেয়ে পুরুষের মধ্যে উচ্চ রক্তচাপ বেশি দেখা যায়।

বাংলাদেশের গ্রাম ও শহর এলাকায় পরিচালিত এ জরিপের ফলাফল অনুযায়ী, শহর এলাকায় ২১ শতাংশ পুরুষ এবং ১৮ শতাংশ নারী উচ্চ রক্তচাপে আক্রান্তহন। অন্যদিকে গ্রামীণ জনপদে শতকরা ১৬ ভাগ পুরুষ এবং ১৫ ভাগ নারী উচ্চ রক্তচাপ জনিত রোগে ভোগেন।

অন্য খবর  দোহারে মুজিব বর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রবিবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ফটক থেকে একটি র‍্যালি স্বাধীনতা ভাস্কর্য ঘুরে উপজেলা ফটকে পথসভা করে।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গঙ্গা গোবিন্দ পাল, কারিতাসের ঢাকা অঞ্চলের প্রোগ্রাম অফিসার জন স্বপন গমেজ, মাঠ কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, উপজেলা মাঠ কর্মকর্তা প্রদীপ চন্দ্র দাস, অলি সরকার, প্রতাপ ক্রুজ, মিল্টন পালমা, সংগঠনের নরেশ চন্দ্র শীল, আলো রানী, আজিজুর রহমান প্রমূখ।

আপনার মতামত দিন