নবাবগঞ্জে বাইক দূর্ঘটনা: নিহত ২

101

বৃহস্পতিবার নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মালেক (২৬) ও রিফাত (১৬) নামে দুই চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় মো. তামিম (১৭) নামে আরেক যুবককে গুরুত্বর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহত আব্দুল মালেক শোল্লা ইউনিয়নের রুপারচর গ্রামের মো. ইলাহীর ছেলে ও রিফাত পূর্ব মেলেং গ্রামের রিপন হোসেনের ছেলে।আহত মো. তামিম মদনমোহনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে আব্দুল মালেক খতিয়ার বাড়ি থেকে মোটর সাইকেলে শোল্লার দিকে আসছিলেন। ব্রীজের ঢালে আসলে বিপরীত দিক থেকে আসা অপর মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুল মালেক। অন্য মোটর সাইকেলে থাকা রিফাত ও তামিমকে আহতাবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহতাবস্থায় তামিমকে ঢাকায় পাঠানো হয়।

নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ্ জালাল জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি জেনেছি। এবিষয়ে কেউ অভিযোগ করেনি, করলে আইনগতভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন