নবাবগঞ্জে বাংলা মদ-দেশীয় অস্ত্রসহ আটক ৪

854

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক হাজার লিটার বাংলামদ ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এরা হলেন, উপজেলার দত্তখন্ড গ্রামের মো. জুয়েল (২৩), মো. বাবু (১৭) , মো. শাকিল (১৮) এবং সাইদ মিয়া (৪২)।

 আটকদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করে পুলিশ সাতদিনের রিমান্ড চেয়ে  দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, রবিবার রাতে মদ তৈরির গোপন সংবাদের ভিত্তিতে দত্তখণ্ড বিলে অভিযান চালিয়ে ওই পরিমাণ বাংলামদ ও এসব অস্ত্রসহ তাদের  আটক করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন