নবাবগঞ্জে বসতঘর পুড়ে ছাই

509

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জনশূন্য বসতঘর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। গত ২৮ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার আগলা খানহাটি গ্রামে ইসলাম মিয়ার বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে স্বর্ণালংকার ও মালামালসহ পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। প্রতিবেশীদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খানহাটি গ্রামের ইসলাম মিয়া পরিবারের সদস্যদের নিয়ে এক সপ্তাহ আগে বেড়াতে যান। শনিবার দুপুরে প্রতিবেশীরা ইসলাম মিয়ার জনশূন্য ঘরে আগুন দেখতে পান। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন প্রতিবেশীরা। ততক্ষণে ঘর, আসবাবপত্র, স্বর্ণালংকার, মালামাল, প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে বিকালে ইসলাম মিয়া বাড়িতে ফেরেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় জানায়নি।

আপনার মতামত দিন