নবাবগঞ্জে বঙ্গবন্ধুর ৯৭ তম জন্মদিন পালিত

810

“শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন”এই স্লোগানের আলোকে সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন জাতীর পিতা শেখ মুজিবর রহমানের ৯৭ তম  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৭ উৎযাপন করেছে।  দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলার ওয়াছেক মিলনায়তন থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা,আওয়ামীলীগ,জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমূহের নেতাকর্মীরা অংশ নেন। পরে বেলা ১১টায় আব্দুল ওয়াছেক মিলনায়তনে

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহনাজ মিথুন মুন্নীর সঞ্চালনে  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল, আলোচনা সভা  ও কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর শুভ জন্মদিন পালন  করা হয়।

আলোচনায় সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধু সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আজকের দিনে  আমাদের নতুন প্রজন্মসহ সবাইকে  সেই স্বপ্ন  বাস্তবায়নে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগ প্রেসিডিয়াম  সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান,  সাবেক গণপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবেদ আলী টিপু, সাবেক সাংসদ খন্দকার হারুনুর রশিদ, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী সাওকাত হোসেন শাহিন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারন সম্পাদক জালাল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট জামাল উদ্দিন, আব্দুল জব্বার, মিজানুর রহমান কিসমত, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু,হাজী ইব্রাহিম খলিল , ওসি তদন্ত জিন্নত আনসারি, জেলা পরিষদ সদস্য  ওয়াহিদুজ্জামান রনি, এস.এম সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুন নবী ইমু উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর চোকদার,  জাপা নেতা একে এম আব্দুল হালিম, আব্দুল মজিদ, সাহের মেম্বার, কৃষকলীগ নেতা জাহিদ হায়দার উজ্জল, শেখ আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগের সুজন বাবু, ছাত্রলীগের আসাদুজ্জামানি রনি প্রমূখ।

আপনার মতামত দিন