নবাবগঞ্জে পিস্তলসহ এক যুবক আটক

216

গত ২৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাদাপুর এলাকা থেকে মো. আব্দুল আল মামুন (২২) নামে এক যুবককে একটি বিদেশী পিস্তলসহ আটক করেছে র‌্যাব-১১।

অস্ত্রসহ আটককৃত মামুন সাদাপুর গ্রামের আব্দুল কাসেমের ছেলে। র‌্যাব-১১ জানায়, গত ২৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাদাপুর বাজার থেকে ধাপারী যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. আব্দুল আল মামুন (২২) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি ৬ রাউন্ডের বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ইশতিয়াক রাশেদ জানান, শুক্রবার সকালে তাকে আদালেতে হাজির করে ৫ দিনের চাওয়া হলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপনার মতামত দিন