নবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

216

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন ইউনিয়নের মুন্সীনগর গ্রামে পানিতে ডুবে মাহিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহিয়া মুন্সীনগর গ্রামের বাদশা মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বড় বোনের সঙ্গে মাহিয়া স্থানীয় খালের পাড়ে মসজিদের ঘাটে গোসল করতে যায়। মাহিরার বড় বোন তাকে ঘাটে বসিয়ে রেখে খালের মধ্যে থাকা ড্রেজারে ওঠে লাফালাফি করে গোসল করতে থাকে। এ সময় মাহিয়া খেলতে খেলতে পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা খাল থেকে মাহিয়াকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুহুল আমিন টিপু বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসে ছিল।

আপনার মতামত দিন