নবাবগঞ্জে পাঁচ মাদক কারবারী আটক

838

ঢাকার নবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত মধ্যে- মাদকসেবী পলাশ গমেজ (৪৯), হারু দাস (৩২) ও হাসান মৃধাকে মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন প্রত্যেককে ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন।

এছাড়া ১৫০টি ইয়াবাসহ আটক প্রদীপ সরকার (৪২) ও মো. রাব্বি (২২) কে মাদক আইনে মামলা দিয়ে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নবাবগঞ্জ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. রফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ’র নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর ও নয়নশ্রী ইউনিয়নে খেজুরবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আপনার মতামত দিন