নবাবগঞ্জে দোকানীকে কারাদন্ড

385

আব্দুর রাহিম, নিউজ৩৯ঃ নবাবগঞ্জ উপজেলা সদরে নবাবগঞ্জে সড়ক দখল করে দোকান পরিচালনা করায় দোকানীকে কারাদন্ড দিয়েছে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। দোকানী মো. আনোয়ার (৫০) নামে এক ফল বিক্রেতাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, সড়কের  জমি দখল করে দীর্ঘ ধরে অবৈধভাবে ব্যবসা করে আসছিলেন আনোয়ার। বারবার সর্তক করার পরও তিনি সড়ক দখল করে ব্যবসা করে আসছিলেন। এজন্য ফল বিক্রেতা মো. আনোয়ারকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী  ও উপজেলা প্রশাসনের আদেশ অমান্য করে দীর্ঘ দিন যাবত সড়ক দখল করে জনভোগান্তির সৃষ্টি করার অপরাধে উপজেলার সমসাবাদ এলাকার মৃত সইজুদ্দিনের ছেলে আনোয়ারকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আপনার মতামত দিন