নবাবগঞ্জে দুই ছেলেকে পুলিশে সোপর্দ

578

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রশিদ গুলু (২৭) ও সজীব শেখ (২৪) নামে দুই মাদকাসক্তকে পুলিশে দিয়েছেন তাদের মা-বাবা। এসময় তাদের কাছ থেকে ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৃথকস্থান থেকে তাদের আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে।
রশিদ গুলু উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সজীব শেখ জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম জানান, মাদকাসক্ত রশিদ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নেশার টাকার জন্য ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আগুন দেয়। এবিষয়ে রশিদের মা আশা বেগম থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।’

আপনার মতামত দিন