নবাবগঞ্জে দিন মজুরের ছেলে সাগরের জিপিএ ৫ অর্জন

472

‘কতো দিন না খাইয়্যে স্কুলে গেছি। গরম ভাত ভাগ্যে কমই জুটছে। পরীক্ষার সময়েও আলু ভর্তা-পান্তা ভাত খাইয়্যে পরীক্ষা দিতে হইছে। তাতে কি বাবা-মায়ের মুখেতো হাসি ফুটছে।’ —এ বছর ঢাকার নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মো. সাগর এভাবেই নিজের অভিব্যক্তি জানায়। এর আগে সে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।

তার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালান। মা মনোয়ারা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুর আক্তার বলেন, মেধাবীদের হেরে গেলে চলবে না। আরো এগিয়ে যেতে হবে। আমি সাগরকে প্রতিষ্ঠানের কলেজ শাখায় ভর্তি করে নিতে চাই।

আপনার মতামত দিন