নবাবগঞ্জে টেলি পুলিশিং সভা

518
Nawabganj Upazila of Dhaka Map, নবাবগঞ্জ উপজেলা
নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ থানার সভাকক্ষে পুলিশ, গ্রামপুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টেলি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঢাকা জেলা পুলিশের আয়োজন করেন। নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ সার্কেল এএসপি মো. মিনহাজ-উল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ভূমিকা নিয়ে কাজ করছি। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে কমিউনিটি পুলিশকে জোরদার করার জন্য কাজ করে যাচ্ছি। নবাবগঞ্জের আইনশৃংখলা অতীতে যে কোনো সময়ের চেয়ে ভালো। প্রতিমাসে মামলার সংখ্যাও কমেছে প্রায় ৭০ ভাগ। টেলি পুলিশিংয়ের ফলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে। দ্রুত সেবা পেতে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শামীম হোসেন, মুক্তিযোদ্ধা শাহ্আলম মাষ্টার, প্রচার লীগের কেন্দ্রীয় নেতা এজাজ আহমেদ পান্না, ইউপি চেয়ারম্যান এরশাদ আল মামুন, আসাদ্জ্জুামান রনি, নাহিদুল আলম নাদিম প্রমুখ।

আপনার মতামত দিন