নবাবগঞ্জে ছাত্র সমাজের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

260

নবাবগঞ্জ উপজেলায় র‍্যালী ও কেক কেটে জাতীয় ছাত্র সমাজের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও ডিএন কলেজ শাখা ছাত্র সমাজ। আজ সোমবার বেলা ১২টায় উপজেলা সদর শহীদ মিনার চত্বর থেকে একটি র‍্যালী নিয়ে উপজেলা চত্বর হয়ে দোহার নবাবগঞ্জ কলেজ চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে ফিরে আসে।

পরে নবাবগঞ্জ প্রেসক্লাবে উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইফতিয়াজ মাসুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠান শেষ করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার, আসাদুজ্জামান রানা, কলাকোপা ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মো. নুরুল ইসলাম, চুড়াইন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার মোড়ল, উপজেলা যুব সমাজের সভাপতি আবুল হোসেন আজাদ, উপজেলা ছাত্র সমাজের সহ-সভাপতি শ্রীকৃষ্ণ সাহা, ডিএন কলেজ শাখা ছাত্র সমাজের সভাপতি খলিল দেওয়ান, সাধারণ সম্পাদক পনির মন্ডল প্রমূখ।

 

আপনার মতামত দিন