নবাবগঞ্জে চেতনায় ’৭১-এর পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

508

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অরাজনীতিক ও সামাজিক সংগঠন ‘চেতনায়-৭১’ এর পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের পাঁচ শতাধিক এবং দুপুরে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের আরো পাঁচ শতাধিক গরিব ও দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয় ।

সংগঠনের সভাপতি রেজাউল হক চৌধুরী রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন আনু। এ সময় উপস্থিত ছিলেন- চেতনায়-৭১’ এর সিনিয়র সদস্য ডা. মনির আহম্মেদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমন, সহ-সভাপতি মো. সিহাব মিয়া, যুগ্ম সম্পাদক রাশেদুর রহমান রাসু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চেতনায়-৭১ এর প্রচার সম্পাদক সাফায়াত খান।

আপনার মতামত দিন