নবাবগঞ্জে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প কমিটির আলোচনা সভা

111
নবাবগঞ্জে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প কমিটির আলোচনা সভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কিশোর- কিশোরী ক্লাব স্থাপনা প্রকল্পের ক্লাব (সিএমসি) কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ ডিসেম্বর) নবাবগঞ্জ উপজেলা পরিষদের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল -কলেজ এর আবৃত্তি শিক্ষক ও সংগীত শিক্ষকবৃন্দ। সাথে ছিলেন  নবাবগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নবাবগঞ্জ উপজেলার দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ।

এ সভাটি পরিচালনা করেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা বিষয়ক কর্মকর্তা , সাদিয়া আক্তার। উক্ত সভাটির সভাপতিত্ব করেন, নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচ.এম. সালাউদ্দিন মনজু ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।

আপনার মতামত দিন