নবাবগঞ্জে করোনায় ১ নারীর মৃত্যু

162
নবাবগঞ্জে করোনায় ১ নারীর মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শংকর গমেজ স্ত্রী টিনা আনাস্থিয়া গমেজ (৩৫)এক নারীর মৃত্যু হয়েছে।

জানা যায় শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত নারী খ্রীষ্টানহাটি কেড়ানি বাড়ির শংকর গমেজ কেড়ানীর স্ত্রী।

শনিবার (১৭ই এপ্রিল) সকালে নবাবগঞ্জ উপজেলা কোভিড-১৯ সৎকার টিমের অন্যতম সদস্য অনুপম দত্ত নিপুর নেতৃত্বাধীন দল মরদেহ গ্রহন করেন। পরে বক্সনগর পুরাতন কবরস্থানে মরদেহ সমাধিস্থ করা হয়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, ঢাকায় টিনা আনাস্থিয়া গমেজ (৩৫) করোনা আক্রান্ত হয়ে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আপনার মতামত দিন