নবাবগঞ্জে করোনাভাইরাস আক্রান্তের দুইশ’ ছুইছুই

126
নবাবগঞ্জের করোনাভাইরাস পরিস্থিতি

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে।  নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, মঙ্গলবার রাত ১০টায় পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন ওই ১২ রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ৪ জুন তারিখে নবাবগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৪০টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মাঝে ১২ জনের নমুনা পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিরা চূড়াইন,আগলা, কলাকোপা,বাহ্রা,যন্ত্রাইল ও বান্দুরা ইউনিয়নে বাসিন্দা। নতুনদের নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৪ জন। নতুন আক্রান্তদের তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে বলে জানান ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

উল্লেখ্য এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৪ ও মৃত্যুবরণ করেছেন ৪জন।

আপনার মতামত দিন