নবাবগঞ্জে এলপি গ্যাস মজুদে অভিযানে অর্থদণ্ড

56
নবাবগঞ্জে এলপি গ্যাসের মজুদ: অভিযানে অর্থদণ্ড মুশতাক আহমেদ

News39.net: নবাবগঞ্জ উপজেলায় এলপিজি গ্যাসের মজুদ করে বাজারে সংকট তৈরী করার অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সংকট সৃষ্টি এবং বেশী দামে বিক্রির অভিযোগে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মতিউর রহমানের ভ্রাম্যমাণ আদালত মেসার্স তাসনীম ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে। রোববার বিকেলে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান জানান, রান্না করা গ্যাস সিলিন্ডার মজুদ করে বেশী দামে বিক্রি করে আসছিলো উপজেলার আগলা বাজার এলাকার মেসার্স তাসনীম ট্রেডার্স নামের প্রতিঠানটি। রোববার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে ব্যবসায়ী আলী হোসেন ঝিলুকে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। তিনি আরও বলেন, যে সব ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় পণ্য মজুদ করে বাজারে কৃত্তিম সংকট তৈরী করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক তানভীর শেখ সহ সঙ্গীয় ফোর্স।

আপনার মতামত দিন