নবাবগঞ্জে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

382

ঢাকার নবাবগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২রা জানুয়ারি সোমবার বিকালে উপজেলা সভাকক্ষে ইউএনও শাকিল আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের তিন বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তার ওপর প্রামাণ্য চিত্র, প্রতিচ্ছবি ও সফলতার বিষয়ে সব সরকারি দফতর এ মেলায় স্টল বসাবে। এছাড়া উদ্বোধনী দিনে র‍্যালিসহ নানা আয়োজন থাকবে। ৯ জানুয়ারি নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ৩ তিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করবেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নি, মো. শাজাহান, ডা. শহীদুল ইসলাম, হাবিবুল্লা ফারুক আহমেদ, জেসমিন আক্তার, রেজাউল করিম, শাহজালাল মিয়া, শিল্পকলার হুমায়ন কবির, ইউসুফ হারুন জয়, আসাদ বাবু প্রমুখ।

আপনার মতামত দিন