মার্চ 20, 2025
মাদকবিরোধী অভিযান

ঢাকার নবাবগঞ্জ থেকে ছয়শ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- উপজেলার কোমরগঞ্জ ঋষিপাড়া এলাকার আবুল হোসেন (৪৫) ও ছোট রাজপাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে বাহার মিয়া (৫৫)।

সোমবার সন্ধ্যায় উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল।

আবুল হোসেন জাতীয় পার্টির যুব সংগঠন যুবসংহতির উপজেলা সভাপতি বলে নবাবগঞ্জ জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর চোকদার জানিয়েছেন।

ওসি মোস্তফা বলেন, গোপন সংবাদে তাদের আটক করা হয়্। এ সময় তাদের দেহ তল্লাশি করে ছয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলার প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

আপনার মতামত দিন
Copyright © News39.net 2011-25 All rights reserved. | ChromeNews by AF themes.
error: Content is protected !!