নবাবগঞ্জে ইমাম লাঞ্চিত

490

নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরশেল্লা গ্রামের তারা জামে মসজিদের ইমামকে অজ্ঞাতনাম ২০/৩০ জনের একটি দল মসজিদে এসে ইমামকে লাঞ্চিত করেছে।

গতশুক্রবার জুম্মা নামাজ শেষে ইমাম সাইফুল ইসলাম মসজিদে অবস্থান করছিলেন। অপরিচিত কিছু লোক তাকে ডেকে মসজিদের বাইরে নিয়ে যায়। তাকে জিজ্ঞাস করে “তুই কি আহেলে হাদিস কিনা? “ তিনি অস্বীকার করেন। তারপর তাকে তারা চড় মারে এব বলে “তুই কি এখান হতে যাবি নাকি তোরে মারবো?”  তিনি উত্তর দেন,  “যদি কমিটি বলে তবে চলে যাব।“ লোকটি বলে, “তুই কিন্তু মাইর খাবি।“ এরপর তারা চলে যায়।

ইমাম সাইফুল ইসলাম জানান তিনি কাউকে চিনেন নি। তবে সেখানে উপস্থিত ইব্রাহীম নামের স্থানীয় একটি ছেলে জানায়, “আমি সেয়দ আলী বাবুর্চি’র ছেলে মাসুদকে চিনেছি।“

মসজিদ কমিটি এটার নিন্দা জানিয়েছে। কারা কেন ইমাম সাহেবকে লাঞ্চিত করল সে প্রশ্নের উত্তর কেউ জানে না।

আপনার মতামত দিন