নবাবগঞ্জে ইউপি প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

828
নবাবগঞ্জে ইউপি প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

ঢাকার নবাবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে আইনশৃখলা বাহিনী। সোমবার দুপুরে নবাবগঞ্জের দোহার নবাবগঞ্জ কলেজ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কাজী এমদাদুল ইসলাম।সভায় নির্বাচনী বিধিমালাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থীদের প্রশ্নের জবাবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শাহ্ আলম, আনসার বাহিনীর জেলা কমান্ডার সাইফুলাহ রাসেল, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদির মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবীবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক অসীম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর প্রমূখ।

আপনার মতামত দিন