নবাবগঞ্জের শোল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

1165

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সিংজোর গ্রামে সরকারি জমি দখল করে পাকা বসত ঘর নির্মাণের অভিযোগ পেয়ে প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান চালায়। গত ২৩ জানুয়ারি সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নি পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়। এ সময় দখলকারীরা ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের নির্দেশে তাৎক্ষণিকভাবে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। দোষীদেরও আইনের আওতায় আনা হবে। এবিষয়ে পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে। এবিষয়ে অবৈধ দখলকারীদের সাথে কথা বলার চেষ্টা করে হলে তাদের পাওয়া যায়নি।

আপনার মতামত দিন