নবাবগঞ্জের কালীগঙ্গায় অবৈধ বালু উত্তোলন

763
নবাবগঞ্জের কালীগঙ্গায় অবৈধ বালু উত্তোলন

ঢাকায় নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের পশ্চিম পাতিলঝাঁপ এলাকার কালীগঙ্গা নদীতে রাতে চলছে অবৈধ বালু উত্তোলন। এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় চলছে এ কর্মকান্ড- এমন অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানায়, পশ্চিম পাতিলঝাঁপ ইটভাটাসংলগ্ন কালীগঙ্গা নদীতে রাতে চলে অবৈধ বালু উত্তোলন। আধুনিক প্রযুক্তির বালু কাটার মেশিন বসিয়ে নদীর গভীর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর গভীরতা বৃদ্ধি পেয়ে তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি এলাকাবাসী বালু কাটায় বাধা দেওয়ার চেষ্টা করে। পরে প্রভাবশালী মহল বল প্রদর্শন করলে পিছু হটতে বাধ্য হন তারা।

আপনার মতামত দিন