নবাবগঞ্জের কলাকোপায় ইব্রাহিম খলিলকে আ.লীগের একক প্রার্থী ঘোষনা

720

নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে মো. ইব্রাহীম খলিলকে চূড়ান্ত করেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। ইব্রাহীম খলিল নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক।
তবে এ প্রক্রিয়ায় প্রার্থী বাছাইকে বর্জন করেছে দলের অপর তিন মনোনয়ন প্রত্যাশী।
শুক্রবার বিকালে হরেকৃষ্ণ কুসুম কলি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে দলের নেতাকর্মীরা সর্বসম্মতিক্রমে মো. ইব্রাহীম খলিলকে দলের একক প্রার্থী মনোনীত করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল আরিফ হিটু সভায় সভাপতিত্ব করেন।

আপনার মতামত দিন