ধন্য পিতার ধন্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক – নির্মল রঞ্জন গুহ

80

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ এবং বঙ্গবন্ধু কন্যার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘প্রধানমন্ত্রী,বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, ধন্য পিতার ধন্য কন্যা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনগণের শাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই।’
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘উন্নয়ন অগ্রগতিতে ঈর্ষণীয় সাফল্য অর্জনে ক্রাউন জুয়েল ও মুকুটমণি উপাধিতে ভূষিত হওয়ায় আমরা গর্বিত।’
স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, দেবাশীষ বিশ্বাস, সুব্রত পুরকায়স্থসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন