দোহার পৌরসভায় আট কোটি টাকার রাস্তা সংস্কার

244

তানজিম ইসলাম, নিউজ৩৯.নেট ♦ নামে “ক” শ্রেণীর পৌরসভা হলেও কাজে তার মিল নেই। নেই পৌরসভার তেমন কোন সুযোগ সুবিধা।

রাস্তার প্রসঙ্গ চলে আসে প্রথমে, চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে পৌরসভার বেশীরভাগ রাস্তাই। লটাখোলা করম আলীর মোর থেকে শুরু করে জয়পাড়া বাজার পর্যন্ত ও থানার মোড় থেকে শুরু করে জয়পাড়া কলেজ এর পিছন পর্যন্ত দুটো রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে আছে দীর্ঘদিন ধরে, কিন্তু সংস্কারের নাম উদ্যোগ নেই একেবারেই।
সামান্য বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে এসব গুরুত্বপূর্ণ রাস্তাগুলো। এই দুগর্ম অচল রাস্তাগুলিই দোহার পৌরসভার প্রতীক যেন।

দীর্ঘ ভোগান্তির এই পর্যায়ে পৌরসভার মেয়র আব্দুর রহিম মিয়া আশার বাণী শোনালেন, জানালেন, “রাস্তাগুলোর জন্য সাড়ে আট কোটি টাকার টেন্ডার পাশ করা হয়েছে, বিশ্বব্যাংকের অর্থায়নে আগামী ১৮-২০ দিনের মাঝেই কাজ শুরু হবে। সবগুলো রাস্তাই হবে উন্নতমানের এবং সাথে যুক্ত হবে আধুনিক ড্রেনেজ ব্যবস্থাও।“

আপনার মতামত দিন