দোহার নবাবগঞ্জে শীতে নাস্তানাবুদ মানুষ

267
দোহার নবাবগঞ্জে শীতে নাস্তানাবুদ মানুষ

বুধবার থেকে সারা দেশে তাপমাত্রা কমার সাথে সাথে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে দোহার নবাবগঞ্জ এ জেঁকে বসতে শুরু করেছে শীত। সকালের সূর্য বিহীন সারাদিন ঢেকেছিলো কুয়াশার চাদরে। একটু পর পর শৈত্যপ্রবাহের বাতাসে নাস্তানাবুদ হয়ে পড়েছে দোহার নবাবগঞ্জের জনজীবন। সন্ধ্যা নামলেই কমতে থাকে তাপমাত্রা, আর তাতে শীত থেকে বাচতে দোহার নবাবগঞ্জের খেটে খাওয়া মানুষ আগুন জ্বেলে একটু পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে।
বুধবার থেকে তাপমাত্রা কমার সাথে সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। একই সাথে হাড়-কাঁপানো শীত আসতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহেই। সেসময় দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৫/৬ ডিগ্রির নিচে নামার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

আপনার মতামত দিন