দোহার-নবাবগঞ্জে ঢাকা জেলার বিএনপির ত্রাণ বিতরণ

158
দোহার-নবাবগঞ্জে বিএনপির ত্রাণ
ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ উপজেলায় ২৫০০ প্যাকেট ত্রান বিতরণ করেছে ঢাকা জেলা বিএনপি। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃত্বে করোনা মহামারীর প্রকোপে বেকার হওয়া নিম্নবিত্ত মানুষের মাঝে এই ত্রান বিতরণ করা হয়।
এই মুহূর্তে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রভাবে বেকার হয়ে পড়েছে দরিদ্র শ্রমজীবী অসহায় দিনমজুর প্রান্তিক মানুষেরা। এই দরিদ্র প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। দুই হাজারের বেশী পরিবারের মাঝে আসন্ন রমজান মাস উপলক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্র নায়ক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার আবু আশফাক। দোহার-নবাবগঞ্জের প্রতিটি ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা চলছে, এবং প্রতিটি ইউনিয়নে বিতরণের সময় নিজে উপস্থিত থাকছেন খন্দকার আবু আশফাক।
খন্দকার আবু আশফাক জানান, এই সংকট সমাধান না হওয়া পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে ঢাকা জেলা বিএনপি।
আপনার মতামত দিন