দোহার-নবাবগঞ্জে প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে ঐক্যের সেতুবন্ধন গড়তে চাই – সালমা ইসলাম এমপি

    884

    দোহার-নবাবগঞ্জের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা সবাই আমার আত্মার আত্মীয়। আসুন দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নে শরিক হই। সোমবার সন্ধ্যায় নবাবগঞ্জের কামারখোলায় নিজ বাসভবনে জাতীয় পার্টি আয়োজিত ইফতার অনুষ্ঠানে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন। তিনি বলেন, পবিত্র রমজানের এই শুভক্ষণে সবার কল্যাণ ও মঙ্গল কামনা করছি। উপস্থিত সবার সহযোগিতায় আগামী দিনে এ অঞ্চলের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে ঐক্যের সেতুবন্ধন গড়তে চাই। যাতে হামলা-মামলা, হানাহানির ঘটনা না ঘটে সে বিষয়ে সবাই সচেতন হয়ে কাজ করতে পারি।

    ইফতার মাহফিলে দোহার-নবাবগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা ছাড়াও প্রশাসন, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বিকাল ৫টার পর থেকেই অনুষ্ঠানস্থল জাতীয় পার্টির নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে। এরপর ইফতার অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আবু মো. সুবিদ আলী টিপু, খন্দকার হারুন অর রশিদ, আইজিআর খান মো. আবদুল মান্নান, আওয়ামী লীগের জাতীয় কমিটির নেতা আবদুল বাতেন মিয়া, উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পনিরুজ্জামান তরুণ, সুরুজ আলম, নবাবগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো. ইব্রাহীম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, দোহারের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার বদিউজ্জামান, উপজেলা কমান্ডার শাহ মো. আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল, এন মল্লিক গ্রুপের চেয়ারম্যান নার্গিস মল্লিক, লেখক কাজী শওকত শাহীন, দোহারের বিএনপি নেতা নুরুল ইসলাম বেপারি, জাহাঙ্গীর বেপারি, ইউপি চেয়ারম্যান তৈয়ব আহমেদ, আবেদ হোসেন, আলীমোর রহমান পিয়ারা, আবদুল ওয়াদুদ মিয়া, সাফিল উদ্দিন মিয়া, পান্নু মাতবর, আবদুল জলিল, আরিফ শিকদার, দেওয়ান তুহিনুর রহমান, রিপন মোল্লা, তপন মোল্লা, সাবেক চেয়ারম্যান শাহ আলম মাস্টার, এরশাদ আল মামুন, শাহিন খান, আবদুর রশিদ, জাতীয় পার্টির নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার, খলিলুর রহমান, মো. শাজাহান, একেএম আবদুল হালিম, আসাদুজ্জামান চৌধুরী রানা, দোহারের জাতীয় পার্টির নেতা ডা. আলাউদ্দিন আল আজাদ, আবদুল আলীম, মনির হোসেন, হায়দার বেপারি, মশিউর রহমান, আফজাল শিকদার, বিএনপি নেতা, ইফতেখার আল ফারুকী, নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান, যুবসংহতি নেতা আবুল হোসেন আজাদ, জাকির হোসেন, ছাত্র সমাজ নেতা ইলিয়াস হোসেন মাহিন, খলিল দেওয়ান, রাজীব খান, জুবায়ের হোসেন, নজরুল ইসলাম, মনির হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

    আপনার মতামত দিন