দোহার জামায়াতের সেক্রেটারি জেনারেল আটক

দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মবিনুর রহমান (৪৭) কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার দুপুরে রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মবিনুর রহমান মাস্টার বরিশাল জেলার কোতয়ালী থানার সাগনদী গ্রামের মোদাচ্ছের হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি জামায়াত ইসলাম বাংলাদেশের সদস্য এবং  দোহার থানা শাখার সাধারণ সম্পাদক। দোহার উপজেলায় নানা রকমের নাশকতা ও রাষ্ট্র বিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দোহার থানায় দুটি মামলা রয়েছে।

আপনার মতামত দিন
error: Content is protected !!