১৯ ফেব্রুয়ারী দোহার ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

321

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ১৯ ফেব্রুয়ারি নির্ধারিত  হয়েছে। গত ২০ জানুয়ারি ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. শাহ আলম সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী সময়সূচী ধার্য করে প্রজ্ঞাপণ জারী করা হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রত্যেক পদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ জানুয়ারি, বাছাইয়ের তারিখ ২৭ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ০৩ ফেব্রুয়ারী, ভোট গ্রহণ ১৯ ফেব্রুয়ারী ২০১৪ সাল নির্ধারণ করে বিধি ১৪ অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারী করেন।

আপনার মতামত দিন