দোহার ও নবাবগঞ্জে প্রথমবারের মতো ‘বিশ্ব হিজাব দিবস’ উদযাপন 

15
দোহার ও নবাবগঞ্জে প্রথমবারের মতো ‘বিশ্ব হিজাব দিবস’ উদযাপন 

দোহার (ঢাকা) প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের দোহার ও নবাবগঞ্জ উপজেলায়ও প্রথমবারের মতো ‘বিশ্ব হিজাব দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দোহারের জয়পাড়া কলেজ ও নবাবগঞ্জ উপজেলার শহীদ মিনারে আলোচনা সভা ও হিজাব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি ও দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মাসুমা বিল্লাহ তার বক্তব্যে হিজাব বিদ্বেষের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন। তিনি বলেন, “আমাদের চারপাশে যদি কোনো হিজাব বিদ্বেষী থাকেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই। দোহার ও নবাবগঞ্জে হিজাব বিদ্বেষের কোনো স্থান নেই। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানে হিজাব নিয়ে কটুক্তি করা হলে আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তে আমাদের বোনরা হিজাবের কারণে বৈষম্যের শিকার হলে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

প্রধান আলোচক হিসেবে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক পারভীন আক্তার হিজাবকে নারীদের স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “বর্তমান সময়ে হিজাব দিবসের মতো সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য দোহার ও নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সকল সদস্যদের ধন্যবাদ জানাই। হিজাব শুধু একটি পোশাক নয়, এটি নারীদের আত্মমর্যাদা ও ধর্মীয় স্বাধীনতার প্রকাশ।”

অন্য খবর  প্রথম আলোর নির্বাচন পরিক্রমা: ঢাকা-১ আসন পুনরুদ্ধার করতে চায় আওয়ামী লীগ-বিএনপি

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হিজাব বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে হিজাবের প্রতি সম্মান ও ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নারীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এই অনুষ্ঠানটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে হিজাবের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং হিজাব বিদ্বেষের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি নারীদের ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষায় একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।

আপনার মতামত দিন