দোহার উপজেলা পরিষদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি আহবান

411

দোহার উপজেলা পরিষদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি আহবান করেছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দোহার উপজেলাধীন প্রতিটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী দরিদ্র ছাত্র/ছাত্রী দের শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। মেধাবী ও দরিদ্র ছাত্র/ছাত্রীদের নিকট হইতে “চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দোহার, ঢাকা” এর বরাবর স্ব-হস্তে লিখিত ও নিজের স্বাক্ষরিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশে দরখাস্ত আগামী ১৫/০৩/২০১৮ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন স্ব-শরীরে উপস্থিত হয়ে আবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, প্রতিটি আবেদন যাচাই বাছাই পূর্বক সঠিক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। অর্থায়নে উপজেলা পরিষদ, দোহার, ঢাকা।

আপনার মতামত দিন