দোহার উপজেলায় বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত

425

বুধবার ঢাকা দোহার উপজেলা সভাকক্ষে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থী বিজয় ফুল তৈরি, চিত্রাঙ্কন, জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় অংশ নেন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সে সময় তিনি বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় মন্ত্রালয় থেকে আর এর মধ্যেমেই তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে বলে এবং সেই লক্ষ্য কাজ করে যেতে পারবে বলে আশাবাদী। এবং আরো সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জ্যােতি বিকাশ চন্দ্র তিনি বলেন এটি গত ২০১৮ সালে থেকে শুরু হয় আজকে এটির তাপর্য্য হল ১৯৭১ সালে যারা শহিদ হয়েছিলেন তাদেরকে নতুন ভাবে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেবার জন্যই এই আয়োজন করা হয় যাতে করে তারা আমাদের বাংলাদেশে ফুল শাপলা সেটি সম্পর্কে জানতে পারে এবং সে সম্পর্কে সৃজনশীলতা অর্জন করতে পারে। এই বিজয় ফুল কোটি কোটি ছাত্রছাত্রীরা তৈরি করবে সেখান থেকে তাদের প্রিয় ফুল গুলো সৈজন্যমূল্য বা শুভেচ্ছা মূল্য বিক্রি করা হবে সেই বিকৃত অর্থ শহিদ পরিবার ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হবে। আজে যারা দোহার থেকে বিজয় হবে তারা পারার্বতীতে জেলা পর্যায় আংশগ্রহন করবে। সে সময় আরো উপস্থিত ছিলেন জয়পাড়া টেনিক্যাল স্কুল ও কলেজ প্রতিনিধি বেগম রোকেয়াসহ দোহারের বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক শিক্ষার্থীরা|

অন্য খবর  দোহারে চিত্রাঙ্কন প্রতিযোগীতা

 

 

আপনার মতামত দিন