দোহারে ৮ নতুন সড়ক উদ্বোধন

347

ঢাকার দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮টি নতুন সড়কের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ৯টি ইউনিয়নে এসব নতুন সড়কের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি দোহারের কুসুমহাটি-চরকুশাই সড়ক, শিলাকোঠা স্কুল থেকে বাংলাবাজার, মাহমুদপুর ইউপি অফিস থেকে বিএম প্রাথমিক বিদ্যালয়, নয়াবাড়ী বাহ্রাঘাট থেকে ধোয়াইর, রাইপাড়া ইসলামপুর খালপাড়, করিমগঞ্জ জামালচর সড়ক, বিলাসপুর হাজার বিঘা থেকে রামনাথপুর বটতলা ও সুতারপাড়া ইউনিয়নের হোসেনের মোড় থেকে আল আমিন বাজার পর্যন্ত এই ৮টি রাস্তার উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন, প্রকৌশলী সুশীল চন্দ্র সরকার, ওসি সিরাজুল ইসলাম শেখ, বিলাসপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দিলু প্রমুখ।

আপনার মতামত দিন