ঢাকার দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮টি নতুন সড়কের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ৯টি ইউনিয়নে এসব নতুন সড়কের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি দোহারের কুসুমহাটি-চরকুশাই সড়ক, শিলাকোঠা স্কুল থেকে বাংলাবাজার, মাহমুদপুর ইউপি অফিস থেকে বিএম প্রাথমিক বিদ্যালয়, নয়াবাড়ী বাহ্রাঘাট থেকে ধোয়াইর, রাইপাড়া ইসলামপুর খালপাড়, করিমগঞ্জ জামালচর সড়ক, বিলাসপুর হাজার বিঘা থেকে রামনাথপুর বটতলা ও সুতারপাড়া ইউনিয়নের হোসেনের মোড় থেকে আল আমিন বাজার পর্যন্ত এই ৮টি রাস্তার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন, প্রকৌশলী সুশীল চন্দ্র সরকার, ওসি সিরাজুল ইসলাম শেখ, বিলাসপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দিলু প্রমুখ।