দোহারে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

959
দোহারে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

‘‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’’ এ স্লোগান কে সামনে রেখে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে ২  দিন ব্যাপী ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা  বিদ্যালয় ও কলেজ মাঠে এই মেলা উদ্ভোধন করা হয়। চলবে। এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেণ উপজেলার শিক্ষা অফিসার হিন্দোল বারী। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন দোহার থানার ওসি সিরাজুল ইসলাম ও বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা  বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা কুলছুম এবং এসময় আরো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময়  তারা শিক্ষার্থীদের সমস্ত  স্টলগুলো ঘুরে দেখেন।  মেলায় স্কুল, কলেজ এর ১২টি স্টল রয়েছে।  এইমালায় যে সমস্ত স্কুল ও কলেজ প্রজেক্ট উপাস্থাপন করে পদ্মা কলেজ, জয়পাড়া কলেজ, মালিকান্দা স্কুল ও কলেজ, জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয়, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা  বিদ্যালয় ও কলেজ, কার্তিক পুর উচ্চ বিদ্যালয়, জয়পাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজ, নারিশা উচ্চ বিদ্যালয়, কাটাখালি মেছের খান উচ্চ বিদ্যালয়, লটাখেলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুল।

অন্য খবর  দোহার-নবাবগঞ্জের তিন সেতুতে বাতি জ্বলে না!

দোহারে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

সকাল ১০টা থেকে শুরু হয়ে এই মেলা আনুষ্ঠিত হয় এই মেলাটি সোমবার দুপর ৩টা পর্যন্ত চলবে।

আপনার মতামত দিন