দোহারে ২০ লাখ ঢাকা নিয়ে ব্যবসায়ী উধাও

645

 

ঢাকার দোহারে সত্যজিৎ দাস (৪২) নামে এক ব্যাক্তি স্বর্ণ ব্যবসায়ীদের ২০ লাখ ঢাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছে ব্যবসায়ীরা। সত্যজিৎ দাস ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের গোসাই দাসের ছেলে।

জানা যায়, দোহার উপজেলার কার্তিকপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির মিতালী অলংকার নিকেতনের মালিক সত্যজিৎ দাস ক্যাসিয়ার ছিল। তাকে ব্যবসায়ীরা খুব বিশ্বাস করতো। তাই সমিতির সব টাকা তার কাছে থাকে। প্রতি রবিবার হাট শেষে সন্ধ্যায় সমিতির হিসাব নিয়ে বসতো সদস্যরা। সমিতির সদস্য সুকুমার দাস (৪০) জানায়, রবিবার সকাল থেকে তার মিতালী অলংকার নিকেতন বন্ধ ছিল। সন্ধ্যা তার মোবাইল বন্ধ থাকায় বাড়িতে গিয়ে দেখা যায় ঘরে তালা দেওয়া।

প্রতিবেশী সম্পা রানী (৫০) জানায়, তারা সহপরিবারে শনিবার রাতে ইন্ডিয়া চলে গেছে।

এই ব্যাপারে দোহার থানার ওসি সিরাজুল ইসলাম জানায়, এখনও আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপনার মতামত দিন