দোহারে ১৫ লাখ টাকার মাল ভস্মীভূত

398

দোহার উপজেলার লক্ষ্মীপ্রাসাদ গ্রামে মনুর উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে  গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় মনুর উদ্দিনের একটি চৌচালা টিনশেডের ঘর এবং ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানান মনুর উদ্দিনের ছেলে খোরশেদ আলম। এ ঘটনায় উপজেলা ফায়ার সার্ভিসের দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে ও এলাকাবাসীর প্রচেষ্টায় দীর্ঘ এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি।

আপনার মতামত দিন