দোহারে হেরোইন ও ইয়াবাসহ ২ জন আটক

356

বৃহস্পতিবার দোহারের মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রাম থেকে হেরোইনসহ ২ জনকে আটক করেছে দোহার থানা পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাতে মৌড়ায় দোহার থানা পুলিশ এবং শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো: জার্মান (২৬), এবং মো: সিকিম আলী দেওয়ান (২৭) নামের দুই যুবককে হেরোইনসহ আটক করা হয়। আটককৃত জার্মান পূর্ব-মৌড়া এলাকার মো: মনু মোড়লের ছেলে এবং সিকিম আলী মৌড়া খালপাড় এলাকার মৃত ইদ্রিস দেওয়ান এর ছেলে। তাদেরকে তল্লাশি করে প্রায় ৫০ গ্রাম এবং ১৬ (ষোল) পিছ ইয়াবা ট্যাবলেট হেরোইন পাওয়া যায়।

দোহার থানা অফিসার ইন-চার্জ মো: সিরাজুল ইসলাম শেখ নিউজ৩৯কে জানান, দীর্ঘদিন যাবৎ এরা মাদক ব্যবসার সাথে সরাসরি যুক্ত ছিলো। তাদেরকে আটকের পর মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আপনার মতামত দিন