দোহারে হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

390

দোহার উপজেলার মৈনট ঘাটের ইজারাদার মো. শহীদ উল্লাহ হত্যা মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী রমিজ উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রমিজ উপজেলার নয়াডাঙ্গি গ্রামের মৃত ছকিল উদ্দিন ছকুর ছেলে।

পুলিশ সূত্র জানায়, ১৯৯৭ সালের আগষ্টের প্রথম সপ্তাহে তৎকালীন মৈনট ঘাটের ইজারাদার শহীদ উল্লাহকে হাত-পা বেঁধে বস্তায় ভরে পদ্মা নদীতে ফেলে হত্যা করা হয়।

মৃত শহীদের স্বজনরা দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৪(৮)১৯৯৭, দায়রা ৬১/০২। পরে আদালত হত্যাকান্ডে জড়িত রমিজসহ ৩জনকে যাবতজীবন কারাদ-ের আদেশ দেন।

বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের সূত্রধরে, দোহার থানার পরিদর্শক তদন্ত ইয়াসিন মিয়া ও উপপরিদর্শক আল-মামুনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য নয়াডাঙ্গি গ্রামের পদ্মানদী তীরবর্তী একটি টং ঘর থেকে রমিজকে গ্রেপ্তার করা হয়। এসময় সে অসাভাবিক আচরণ করছিল। পরে যাচাই-বাছাইয়ের পর পুলিশ রমিজের পরিচয় নিশ্চিত হোন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, দীর্ঘ এক মাস চেষ্টার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন