দোহারে স্বাস্থ্য সচেতনতায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ

376

দোহারে লোকাল গভর্ন্যান্স প্রজেক্ট -৩ এর অর্থায়নে কুসুমহাটি ইউনিয়নের কাত্তিকপুর,শিলাকোঠা ও সুন্দরী পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে “স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয় ” এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক জনাব ছালে্হ মোহাম্মদ ফেরদৌস খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলি আহ্সান খোকন সিকদার সাধারণ সম্পাদক, দোহার উপজেলা আওয়ামী লীগ, জনাবা আফরোজা আক্তার রিবা উপজেলা নির্বাহী অফিসার, দোহার। সভাপতিত্ব করেন জনাব আমজাদ হোসেন আজাদ চেয়ারম্যান, কুসুমহাটি ইউনিয়ন পরিষদ।

আপনার মতামত দিন