দোহারে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে স্বামীর আত্মহত্যা

4930
দোহারে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর সাথে মনোমালিন্যর জেরে ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী যুবকের নাম জাহাঙ্গীর। নিহত জাহাঙ্গীর রিক্সা চালক ছিলেন। নিহত জাহাঙ্গীরের ৬ বছর বয়সী একটি মেয়ে আছে।

 এলাকাবাসীদের থেকে জানা যায়, দোহার উপজেলা মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামের ইস্রাফিলের ছেলে  জাহাঙ্গীর টানা দশ বছর সংসার করেন তার স্ত্রীর সাথে। কিন্তু অর্থনোইতিক অবস্থা শক্তিশালী না হওয়ার কারনে স্ত্রীর সাথে এই বিষয় নিয়ে তার প্রায়ই ঝগড়া হতো। ডায়বেটিকসের রোগী জাহাঙ্গীর ঘাষ কাটতে যেয়ে পায়ে আঘাত পেলে তার চিকিৎসা খরচ বেড়ে যায়। এই সময় তিনি রিক্সা চালানো শুরু করেন। কিন্তু জাহাঙ্গীরের স্ত্রী তার এই পেশা মেনে নেন নি। ফলে তাদের মাঝে দুরুত্ব তৈরি হয়। এই সময় তার স্ত্রী তাকে ছেড়ে তার বাবার বাসায় চলে যায় এবং জাহাঙ্গীরকে বলে সে তার সাথে আর সংসার করতে ইচ্ছুক নয়। জাহাঙ্গীর তার শ্বশুরু বাড়িতে তার স্ত্রীকে আনতে গেলে তার স্ত্রী তাকে অপমান করে বাসা থেকে বের করে। ফল শ্রুতিতে ৯ সেপ্টেম্বর রাত ১২:৩০ দিকে বিষ খেয়ে  আত্মাহত্যা করে জাহাঙ্গীর। তার বিষ খাবার ঘটনা জানাজানি হলে তাকে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে রাত ৩ টায়  মৃত ঘোষনা করে।

আপনার মতামত দিন