দোহারে সোনারবাংলা গ্রামের ২ আগুন সন্ত্রাসী গ্রেফতার

751

অবশেষে ২ আগুন সন্ত্রাসীকে আটক করেছে দোহারের সোনারবাংলা গ্রামের অধিবাসীরা। বেদম পিটুনি দিয়ে, তাদেরকে পুলিশী সোপর্দ করেছে এলাকাবাসী। প্রায় মাসখানেক ধরে, দোহার পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সোনার বাংলা এলাকার বিভিন্ন স্থানে বাসা-বাড়িসহ খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটে চলছিল। কোনভাবেই অপরাধীদের ধরা যাচ্ছিল না। গত ১৭ আগস্ট ঘটনার কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল। সে সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন। এসময় ওসি মোস্তফা কামাল বলেন, ‘এই ঘটনায় এলাকার কেউ জড়িত থাকতে পারে। তিনি আশ্বস্ত করেছিলেন, খুব শীঘ্রই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এরপরও থেমে ছিলনা আগুন দেওয়া ঘটনা। নিয়মিতই ঘটছিলো এমন ঘটনা। আতংকে এলাকাবাসী রাতে পাহাড়ার ব্যবস্থা করে। ২ বার ২ জনকে জাপটে ধরলেও, তারা পালিয়ে যায়। কথায় আছে, চোরের দশদিন, গৃহেস্থের একদিন। তেমনিভাবেই, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা মইফলের ছেলে ফরহাদ (২০) কে আগুন দেয়ার সময় হাতে-নাতে ধরে ফেলে এলাকাবাসী। এরপর, ফরহাদকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা। তার সাথের, আরেকজনকে সন্দেহজনক আচরণের জন্য আটকে করে পুলিশে দেয়া হয়।

অন্য খবর  সম্ভাবনায় সালমা বার্ধক্যে মান্নান, তারুণ্যে আশফাক

দোহার থানা পুলিশ এস আই সাদিকুজ্জামান জানান, আমরা খবর পেয়ে রাতেই সোনার বাংলায় চলে যাই এরপর আহত অবস্থায় আমরা ফরহাদকে নিয়ে এসে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করি সেই সাথে আমরা আরেক জনকে জিজ্ঞেসা বাদের জন্য আটক করি। এ বিষয়ে এখন পর্যন্ত মামলা বা জিডি জিডি হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

আপনার মতামত দিন