দোহারে সেবকলীগের কর্মীসভা: আহ্বায়ক অভিজ্ঞ বাশার চোকদার ও যুগ্ম আহ্বায়ক নবাগত সাদ্দাম

126

শরিফ হাসান ও মো: আল-আমিন, নিউজ৩৯: দীর্ঘদিন পরে দোহার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের ৩৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে দোহার উপজেলার জয়পাড়া রতন চত্বরে কর্মী সভায় এ কমিটির ঘোষণা করা হয়। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুণের মৃত্যুর পর এটাই স্বেচ্ছাসেবক লীগের প্রথম কর্মী সভা। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। তার পক্ষে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে মো: আলমগীর হোসেন।

সম্মেলনে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ম,রাজ্জাক আহবায়ক কমিটি ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পরীক্ষিত সৈনিক এবং রাজনীতির মাঠে অভিজ্ঞ, চলমান কমিটির সভাপতি বাশার চোকদারকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মিজানুর রহমান সাদ্দামকে যুগ্ম-আহ্বায়ক এবং আনোয়ার চোকদার ও আলমাছ শিকদারকেও যুগ্ম আহবায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়। এই কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেয়া হয়। তিন মাসের মধ্যে এই কমিটি দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

অন্য খবর  পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে দোহার থানার বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাক।

ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড.শাহিনউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

আপনার মতামত দিন