দোহারে উপজেলায় আওয়ামী যুবলীগের স্বেচ্ছায় সপ্তাহব্যাপী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। বুধবার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনার প্রধান ডাঃ জসিম উদ্দিনকে সাথে নিয়ে যুবলীগের এই রেজিষ্ট্রেশন পর্যবেক্ষন ও পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দোহার-নবাবগঞ্জের কৃতি সন্তান নির্মল রঞ্জন গুহ। নির্মল রঞ্জন গুহ নিউজ৩৯কে বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টার কারণে আমরা করোনার টিকা পাচ্ছি। সকলের প্রতি আহবান, আপনারা দ্রুত টিকা নিন। দোহার উপজেলা যুবলীগের এই রেজিষ্ট্রেশন বুথ থেকে প্রতিদিন প্রায় একশ থেকে একশত পঞ্চাশ জন ফ্রি রেজিষ্ট্রেশন করছেন। নির্মল রঞ্জন গুহ আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বেঁচে থাকলে আপনারাও সুখে-শান্তিতে থাকতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
আপনার মতামত দিন