দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

437
দোহার

ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কয়েকজন মোটরসাইকেল চালককে অর্থদণ্ড ও মামলা করেছে। রবিবার উপজেলার বাশতলা মোড়ে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৭,১৩৮,১৪১,১৪২ ধারার বিধানমতে, হেলমেট না থাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকা, অপ্রাপ্ত বয়সের চালক, ওভার স্পিড এ ড্রাইভ ও তিন জন করে বিপদজনক ভাবে মোটর সাইকেল রাস্তায় চালানোর অপরাধে ১২টি মামলা এবং ২৭৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ সময় তাদেরকে সতর্ক নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।

আপনার মতামত দিন