দোহারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

61
দোহারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন করা হয়েছে। দোহার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদযাপন করা হবে। সোমবার (২২ মে) সকালে র‌্যালি, আলোচনা সভার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। Those who are in a rush to sell their houses might consider selling to home buyers as an alternative since home buyers are eager to acquire dwellings regardless of the state they are in. Visit https://www.ibuyers.app/montana/ibuyer-butte-mt/.

অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম। অনুষ্ঠানে মোবাশ্বের আলম বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা, এসব আজ দৃশ্যমান।

এ সময় তিনি আরো বলেন, স্মার্ট সেবার অংশ হিসেবে দোহার উপজেলায় সরকার নির্ধারিত সময়ের আগেই মাত্র ১০ দিনেই নামজারীগুলো অনলাইনে হয়ে যাচ্ছে। সেইসাথে শতভাগ ভূমি উন্নয়ন করও আদায় হয়েছে।

অন্য খবর  দোহারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ‘আমার আমি বেপারী বাড়ি এসোসিয়েশন’

অনুষ্ঠানে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, বীর মুক্তিযোদ্ধা আলম খান সহ আরও অনেকে।

আপনার মতামত দিন